OrdinaryITPostAd

কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট জেনে রাখুন

প্রিয় পাঠক আপনি যদি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকেন তাহলে, কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আপনাদের এই আর্টিকেল পোস্টটি বিস্তারিত সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে।

প্রিয় বন্ধুরা আপনাদের জন্য থাকছে, কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই আর্টিকেলে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

পোস্ট সূচিপত্রে থাকছেঃ কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে 

কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাটঃ ভূমিকা

আপনারা বর্তমান সময়ে অফিস, আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন অনলাইনের কাজে হাজারো কাজের ডকুমেন্ট কিংবা রিপোর্ট, একাডেমিক লাইফের প্রয়োজনীয় লেকচার সিট বা নোট তৈরি থেকে শুরু করে সিভি ও বায়োডাটা তৈরীর কাজ এখন খুব সহজে করে থাকেন, মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে। 

আপনারা বর্তমান সময়ে অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকেন। তাই আপনার যদি জানা থাকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিবোর্ড শর্টকাট, তাহলে আপনি সেরে ফেলতে পারবেন সেকেন্ডের মধ্যে অনেকগুলো কাজ। তাই আপনাদের জন্য এই আর্টিকেলে জানাবো কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে।

কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট A to Z

কিবোর্ডের Control Key ( Ctrl ) - এর সাথে ( A থেকে Z ) পর্যন্ত ইংরেজি বর্ণমালা গুলো প্রেস করে যে কাজগুলো করা যায় তা হলঃ

১। Ctrl+A = একটি ফাইলে বা ডকুমেন্টে থাকা সকল কিছু সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়।

২। Ctrl+B = সিলেক্ট করা টেক্সটকে বোল্ড  করার কাজে ব্যবহৃত হয়।

৩। Ctrl+C = সিলেক্ট করা যেকোনো কিছু কপি করার কাজে ব্যবহৃত হয়।

৪। Ctrl+D = ফন্ট ডায়লগ বক্স ওপেন বা শো করতে ব্যবহৃত হয়।

৫। Ctrl+E = সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝখানে নিতে ব্যবহৃত হয়।

৬। Ctrl+F =  কোন সার্চ বা খোঁজার কাজে ব্যবহৃত হয়।

৭। Ctrl+G = নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়।

৮। Ctrl+H = রিপ্লেস ডায়লগ বক্স ওপেন করতে ব্যবহৃত হয়।

৯। Ctrl+I = সিলেক্ট করা টেক্সকে ইটালিক বা বাঁকা করার কাজে ব্যবহৃত হয়।

১০। Ctrl+J = সিলেক্টকৃত টেক্স জাস্টিফাই বা দুই দিক সমান করতে ব্যবহৃত হয়।

১১। Ctrl+K = সিলেক্টকৃত যেকোনো কিছুকে লিংক করার কাজে ব্যবহৃত হয়।

১২। Ctrl+L = টেক্স পৃষ্ঠার, টেক্স বক্সের বাম দিকে নিতে ব্যবহৃত হয়।

১৩। Ctrl+M = ডান দিকে ট্যাব দেওয়ার কাজে ব্যবহৃত হয়।

১৪। Ctrl+N = নতুন ডকুমেন্ট ফাইল খোলা হয়।

১৫। Ctrl+O = পুরাতন বা সেভ করা ফাইল বা ডকুমেন্ট ওপেন ও খোলার কাজে ব্যবহৃত হয়।

১৬। Ctrl+P = যেকোনো কিছু প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।

১৭। Ctrl+Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য ব্যবহৃত হয়।

১৮। Ctrl+R = টেক্স পৃষ্ঠার টেক্স বক্সের ডান দিকে নিতে ব্যবহৃত হয়।

১৯। Ctrl+S = নতুন ও পুরাতন ফাইল সেভ বা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

২০। Ctrl+T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য বা বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানোর কাজে ব্যবহৃত হয়।

২১। Ctrl+U = সিলেক্টকৃত টেক্স এর নিচে আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়।

২২। Ctrl+V = কপি করা যেকোন কিছু পেস্ট করার কাজে ব্যবহৃত হয়।

২৩। Ctrl+W = প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত হয়।

২৪। Ctrl+X = নির্বাচিত বা সিলেক্টকৃত যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়।

২৫। Ctrl+Y = পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo) ব্যবহৃত হয়।

২৬। Ctrl+Z = পূর্ববর্তী কাজ সমূহে যাবার জন্য (Undo) ব্যবহৃত হয়।

কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করা হয়েছে পুরো পোস্টে।

কম্পিউটারের মাইক্রোসফট এক্সেল কিবোর্ড শর্টকাট

কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করেছি। এবার আপনাদের মাঝে আলোচনা করব কিছু কম্পিউটারের মাইক্রোসফট এক্সেল কিবোর্ড শর্টকাট সম্পর্কে।

১। Ctrl+T = একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহৃত হয়।

২। Ctrl+N = আলাদা উইন্ডো খুলতে ব্যবহৃত হয়।

৩। Ctrl+L = সক্রিয় ট্যাবের এড্রেসবারে লিখতে ব্যবহৃত হয়।

৪। Ctrl+W = চলমান উইন্ডোটি বন্ধ করতে ব্যবহৃত হয়।

৫। Ctrl+C = কোন কিছু কপি করতে ব্যবহৃত হয়।

৬। Ctrl+X = কিছু কাট করতে ব্যবহৃত হয়।

৭। Ctrl+V = কপি বা কাঠ করা বিষয়বস্তু পেস্ট করতে ব্যবহৃত হয়।

৮। Ctrl+Z = সর্বশেষ পরিবর্তনটি ফেরত আনতে ব্যাহত হয়।

৯। Ctrl+A = ডকুমেন্টের সকল কিছু সিলেক্ট করতে ব্যবহৃত হয়।

১০। Ctrl+S = ফাইলটি সেভ বা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

১১। Arrow Key = ডানে, বামে, উপরে এবং নিচে কার্সর নেওয়ার জন্য ব্যবহার হয়।

১২। Ctrl+Arrow = ডানে, বামে, উপরে ও নিচের লেখার শেষে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।

১৩। Ctrl+Home = ফিল্ড বা লেখার প্রথমে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।

১৪। Ctrl+End = ফিল্ড বা লেখার শেষে কার্সর নেয়ার কাজে ব্যবহৃত হয়।

১৫। Page Up = ওপরে স্ক্রল করা (Scroll up).

১৬। Ctrl+Page Up = আগের ওয়ার্কসিটে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।

১৭। Page Down = নিচে স্ক্রল করা  (Scroll down).

১৮। Ctrl+Page Down = পরবর্তী ওয়ার্কশীটে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।

১৯। Atl+Page Up = ডকুমেন্টের প্রথম কলামে কার্সর নেওয়ার কাজে ব্যবহৃত হয়।

২০। Atl+Page Down = ডকুমেন্টের শেষ কালামে কার্সর নেয়ার কাজে ব্যবহৃত হয়।

২১। Atl+Enter = কার্সর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরবর্তী লাইন তৈরি করার কাজে ব্যবহৃত হয়।

২২। Shift+Tab = পেছনের ফিল্ড থেকে ফিল্ড একেক করে যেতে ব্যবহৃত হয়।

২৩। Ctrl+1 = ফ্রন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা যায়।

২৪। Ctrl+2 = ফ্রন্ট বোল্ড করা যায়।

২৫। Ctrl+3 = লেখাকে ইটালিক করার কাজে ব্যবহৃত হয়।

২৬। Ctrl+4 = লেখা আন্ডারলাইন করার কাজে ব্যবহৃত হয়।

২৭। Ctrl+5 = লেখার মধ্যখান বরাবর কাটা দাগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়।

২৮। Ctrl+7 = স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হয়।

২৯। Ctrl+9 = কার্সর যে ফিল্ডে রয়েছে তা মুছে ফেলার কাজে ব্যবহৃত হয়।

৩০। Ctrl+0 = কলাম ডিলিট করতে ব্যবহৃত হয়।

৩১। Atl+F1 = ওয়ার্কশীটের সাথে চার্ট সিট যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।

৩২। Atl+F2 = সেভ এজ করার কাজে ব্যবহৃত হয়।

৩৩। Ctrl+F3 = ডিফাইন ডায়লগ বক্স খোলার কাজে ব্যবহৃত হয়।

৩৪। Ctrl+F4 = ফাইল বন্ধ করার কাজে ব্যবহৃত হয়।

৩৫। Ctrl+F5 = ফাইল নামসহ আলাদা উইন্ডো তৈরি করার কাজে ব্যবহৃত হয়।

৩৬। Ctrl+F8 = ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স ওপেন করার কাজে ব্যবহৃত হয়।

৩৭। Ctrl+F9 = ফাইল মিনিমাইজ এর কাজে ব্যবহৃত হয়।

৩৮। Ctrl+F10 = ফাইল নামসহ আলাদা উইন্ডো তৈরি করার কাজে ব্যবহৃত হয়।

৩৯। Ctrl+F11 = ওয়ার্কশীটের সাথে ম্যাক্রো সিট যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।

৪০। Ctrl+F = ডকুমেন্টে কিছু খুঁজতে ব্যবহৃত হয়।

ব্রাউজার কিবোর্ড শর্টকাট

কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট কি কি? এই বিষয়টি আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি কম্পিউটারের ব্রাউজার কিবোর্ড শর্টকাট সম্পর্কে জেনে রাখা উচিত।

১। Ctrl+D = ওয়েবসাইটকে বুকমার্ক করার কাজে ব্যবহৃত হয়।

২। Ctrl+J = ব্রাউজারের ডাউনলোড ফাইলগুলো দেখতে ব্যাহত হয়।

৩। Ctrl+P = যেকোনো ওয়েবসাইটের পেইজ প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।

৪। Ctrl+T = নতুন ট্যাব ওপেন করতে ব্যবহৃত হয়।

৫। Ctrl+W = ওপেনকৃত ট্যাব বন্ধ করার জন্য ব্যবহৃত হয়।

৬। F5 = পেজ রিলোড করার কাজে ব্যবহৃত হয়।

৭। Ctrl+Shift+B = বুকমার্ক করা সাইট গুলো ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়।

৮। Ctrl+Tab = ওপেন করা এক ট্যাব থেকে অন্য ট্যাবে দ্রুত যাওয়ার জন্য ব্যবহৃত হয়।

৯। Ctrl+Shift+T = বন্ধ করা ট্যাব আবার পেতে হলে ব্যবহৃত হয়।

১০। Ctrl+Shift+Delete = ব্রাউজার হিস্ট্রি ডিলিট করার জন্য ব্যবহৃত হয়।

১১। Alt+Left  arrow = আবার পেছনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।

১২। Ctrl+Right  arrow = আগে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।

১৩। ESC = পেজ লোড হওয়ার পর লোডিংটা বন্ধ করার কাজে ব্যবহৃত হয়।

মাইক্রোসফট ওয়ার্ডের বহুল ব্যবহৃত কিছু কিবোর্ড শর্টকাট

কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট কি কি? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার আপনাদের জানাবো মাইক্রোসফট ওয়ার্ডের বহুল ব্যবহৃত কিছু কিবোর্ড শর্টকাট সম্পর্কে।

বর্তমান সময় দ্রুত ডাটা এন্ট্রির কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এর শর্টকাট কী ব্যবহারের কিন্তু কোন বিকল্প নেই। তাহলে আর দেরি কিসের চলুন তবে দেখে নিই, মাইক্রোসফট ওয়ার্ড এর বহুল ব্যবহৃত কিছু শর্টকাটঃ

১। Ctrl+Shift+C = লেখাতে যদি কোন প্রকার ফরম্যাট ব্যবহার করা থাকে তাহলে সেই ফরম্যাটটি কপি করা কাজে ব্যবহৃত হয়।

২। Ctrl+Shift+D = সিলেক্ট করা লেখার নিচে ডাবল আন্ডারলাইন (Double underline) করা কাজে ব্যবহৃত হয়।

৩। Ctrl+Shift+H = টেক্সট ফরমেটিং (Text formatting)  লুকানো বা হাইড করা কাজে ব্যবহৃত হয়।

৪। Ctrl+Shift+K = সিলেক্ট করা লেখার সব অক্ষর ক্যাপিটাল লেটার (Capital letter) করা কাজে ব্যবহৃত হয়।

৫। Ctrl+Shift+V = কপি করা ফরম্যাট কে পেস্ট করা কাজে ব্যবহৃত হয়।

৬। Ctrl+Shift+W = লেখাতে কোন স্পেস না রেখে আন্ডারলাইন করা কাজে ব্যবহৃত হয়।

৭। Page Up = উপরে স্ক্রল করা (Scroll up) কাজে ব্যবহৃত হয়।

৮। Ctrl+Page Up = আগের পৃষ্ঠায় যাওয়া কাজে ব্যবহৃত হয়।

৯। Page Up = নিচে স্ক্রল করা (Scroll up) কাজে ব্যবহৃত হয়।

১০। Ctrl+Page Down = পরের পৃষ্ঠায় যাওয়া কাজে ব্যবহৃত হয়।

১১। Ctrl+Home = কী কার্সরকে লেখার প্রথমে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।

১২। Ctrl+End = কী কার্সরকে লেখার শেষে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।

১৩। Ctrl+Backspace = বাম দিক থেকে একটি শব্দ ডিলিট করা কাজে ব্যবহৃত হয়।

১৪। Ctrl+Delete = ডান দিক থেকে একটি শব্দ ডিলিট করা কাজে ব্যবহৃত হয়।

১৫। Ctrl+Right Arrow Key = পরের শব্দের শুরুতে যাওয়া কাজে ব্যবহৃত হয়।

১৬। Ctrl+Left Arrow Key = আগের শব্দের প্রথমে যাওয়া কাজে ব্যবহৃত হয়।

১৭। Ctrl+Up Arrow Key = লাইন ব্রেকের প্রথমে যাওয়া কাজে ব্যবহৃত হয়।

১৮। Ctrl+Down Arrow Key = লাইন ব্রেকের শেষে যাওয়া কাজে ব্যবহৃত হয়।

১৯। Ctrl+Equal Symbol (=) = সিলেক্ট করা টেক্সে Subscript ব্যবহার করে এর কাজে ব্যবহৃত হয়।

২০। Ctrl+Shift+Equal Symbol (=) = সিলেক্ট করা টেক্সে Superscript ব্যবহার করে এর কাজে ব্যবহৃত হয়।

২১। Shift+Ctrl+End = কার্সর থেকে ডকুমেন্টের শেষ পর্যন্ত টেক্সট সিলেক্ট করে এর কাজে ব্যবহৃত হয়।

আমাদের শেষ মতামত

প্রিয় পাঠক আপনাদের উপরোক্ত আলোচনায় বিস্তারিতভাবে বোঝানো হয়েছে কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে । আমার এই আর্টিকেলটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে থাকেন।

আশা করছি, আপনি কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক আর্টিকেল যদি আপনি নিয়মিত পড়তে বা জানতে চান তাহলে, আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।

এতক্ষণ আমাদের আর্টিকেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে বলব, এই আর্টিকেল পোস্টটি আপনার কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন। আপনার পরিচিত আত্মীয়-স্বজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ !

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল মার্কেটিং আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্টে রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪