পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে জেনে নিন
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী ঈমানের পরে নামাজের স্থান। অতএব নামাজের বিশেষ গুরুত্ব থাকায় আজকের আর্টিকেলের বিষয় থাকছে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়।
অনেকে আছেন যারা, পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। তাদের জন্য মূলত আমার আজকের পোস্ট। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং অজানা কিছু তথ্য জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
- পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে বিস্তারিত
- ফজর নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
- যোহর নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
- আসর নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
- মাগরিব নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
- এশার নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
- লেখকের শেষ কথা
পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে বিস্তারিত
নামাজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এবং পরকালে পেতে পারে মুক্তি। নামাজ বেহেস্তের চাবিকাঠি। সকলের কর্তব্য মহান আল্লাহকে খুশি করার মাধ্যমে পরকালের কঠিন আজাব থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে নামাজের প্রতি যথাযথ যত্নবান হওয়া। নামাজ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। আরবীতে নামাজকে সালাত বলা হয়।
সালাত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বাঁকা কাঠকে আগুনে পুড়িয়ে সোজা করা, অনুগ্রহ করা, ক্ষমাপার্থনা করা, গুণকীর্তন করা ইত্যাদি। আবার অন্যথায় বলা যায় কিয়াম, রুকু ও সিজদার মাধ্যমে মহান আল্লাহর গুণ কীর্তন করাকে সালাত বলা হয়। সে জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় কখন।
নামাজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর দরবারে জবাবদিহিতা মূলক জীবন গঠনের মাধ্যমে সার্বিক কল্যাণ ও রহমত কামনা করে থাকে। এ লক্ষে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে । তাই পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে ব্যাখ্যা করা হলো।
পাঁচ ওয়াক্ত নামাজের নাম-
১। ফজর
২। যোহর
৩। আসর
৪। মাগরিব
৫। এশা
ফজর নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে জানতে প্রথমে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হল ফজর নামাজের ওয়াক্ত কখন শুরু এবং কখন শেষ হয়। ফজর শব্দের অর্থ প্রকাশ পাওয়া। যেহেতু রাতের আঁধার কেটে আলো প্রকাশ পেলে এ নামাজ আদায় করা হয় সেহেতু একে ফজরের নামাজ বলা হয়।
রাত শেষে সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয়ের পূর্বে যে নামাজ আদায় করা হয়, তাকে ফজরের নামাজ বলা হয়।ফজর নামাজের সময় সর্ব-সম্মতিক্রমে সুবহে সাদিক থেকে আরম্ভ হয় এবং সূর্যদয়ের পূর্ব পর্যন্ত থাকে। সূর্য উদয় হলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়।
রাত শেষে পূর্বাকাশে লম্বালম্বি ভাবে একটি সাদা রেখা প্রসারিত হয়। কিছুক্ষণ পর তা দূরীভূত হয়ে যায় এবং আবার অন্ধকার হয়ে যায়। একে বলে সুবহে কাযিব বা অপ্রকৃত ভোর । এ সুবহে কাযিবের পরে পুনরায় পূর্বাকাশে সাদা রেখার আবির্ভাব ঘটে একে বলা হয় সুবহে সাদিক বা প্রকৃত ভোর।
যোহর নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে জানা হয়ে গেলে যোহর নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে জেনে নিন।
দুপুরে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর যে নামাজ আদায় করা হয়, তাকে জোহরের নামাজ বলা হয়। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথে জোহরের নামাজের সময় শুরু হয় এবং কোন বস্তুর ছায়া ব্যতীত উহার দ্বিগুণ হওয়া পর্যন্ত বহাল থাকে।
এ নামাজের শেষ সময়ের ব্যাপারে ইমামদের মাঝে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফ (রঃ)-এর মতে, বস্তুর মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত সময় থাকে। ইমাম শাফেয়ী মালেক আহমদ সুফিয়ান সাওরি (রঃ) প্রমুখের মতে, বস্তুর প্রকৃত ছায়া ব্যতীত উহার সমপরিমাণ পর্যন্ত বহাল থাকে।
আসর নামাজের ওয়াক্ত শুরু শেষ সময়
অনেকেই আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে জানতে চাই। তাদের উদ্দেশ্যে বলবো। আর্টিকেল পোস্টটির কোন অংশ বাদ দিয়ে পড়বেন না। তাহলে জানার মধ্যেও অসম্পূর্ণ থেকে যাবে। জোহরের নামাজের পূর্বে সূর্য অস্ত যাওয়ার আগে যে নামাজ আদায় করা হয়, তাকে আসরের নামাজ বলা হয়।
যোহরের নামাজের সময় শেষ হওয়ার সাথে সাথেই আসরের নামাজের সময় শুরু হয় এবং সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত বহাল থাকে। আসরের নামাজের উত্তম সময় নিয়ে মতভেদ আছে। ইমাম আবু হানিফা(রঃ)-এর মতে, সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্ব পর্যন্ত বিলম্ব করে পড়া উত্তম। ইমাম শাফেয়ী, মালিক, আহমদ(রঃ)-এর, মতে তাড়াতাড়ি পড়া উত্তম।
মাগরিব নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে জেনে থাকলে এবার জেনে নিন মাগরিব নামাজের সময় সম্পর্কে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অস্তিম আকাশে লালিমা থাকা পর্যন্ত যে নামাজ আদায় করা হয়, । তাকে মাগরিবের নামাজ বলা হয়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে লালিমা থাকা পর্যন্ত নামাজের সময় থাকে। সর্ব সম্মতি ক্রমে মাগরিবের নামাজ শুরু হওয়ার সাথে সাথে পড়া উত্তম।
এশার নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময়
এশার নামাজের মধ্য দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ জানতে পারবেন।
মাগরিবের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে নামাজ ফরজ হিসেবে আদায় করা হয় তাকে ইশার নামাজ বলে। মাগরিবের নামাজের সময় শেষ হলে অর্থাৎ পশ্চিম আকাশের লালিমা দূর হওয়ার পর থেকে শুরু নামাজের সময় থাকে। এশার নামাজের উত্তম সময় নিয়ে মতভেদ আছে ইমাম আবু হানিফা(রঃ)-এর মতে, এশার নামাজ রাতের একে তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে পড়া উত্তম। ইমাম শাফেয়ী (রঃ)-এর মতে, সব নামাযই তাড়াতাড়ি পড়া উত্তম।
তাই ইশার নামাজ ও তাড়াতাড়ি পড়া ভালো। তবে সিদ্ধান্ত মূলক কথা হলো- রাতের তৃতীয়াংশ পর্যন্ত দেরি করা মুস্তাহাব, অর্ধরাত পর্যন্ত জায়েজ এবং সুবহে সাদিক পর্যন্ত মাকরুহ ওয়াক্ত।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আশা করি এতক্ষণে, পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়েছেন এবং বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু নামাজের গুরুত্ব অধিকতর পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী সম্পর্কে ধারণা নেওয়া আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। এতক্ষণ আমাদের এই আর্টিকেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইসলামিক আর্টিকেল বিষয় সম্পর্কে যদি, আপনি জানতে ও পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সবশেষে বলবো (পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু ও শেষ সময় ) এই বিষয় সম্পর্কে আমাদের এই আর্টিকেল যদি আপনার কাছে ভালো লেগে থাকে। তাহলে আপনাদের পরিচিতদের মধ্যে ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ !
ডিজিটাল মার্কেটিং আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্টে রিভিউ করা হয়।
comment url